সিরাজদিখানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।
Published: 2021-01-01 16:50:19 BdST, Updated: 2021-01-22 16:33:27 BdST
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রয়াত শেখ শাহাবুদদ্দিন আহমেদ স্মরণে অর্ধশত কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১ টায় উপজেলার বাসাইল ইউনিয়নের পূর্ব ব্রজেরহাটি শেখ পাড়া থেকে এই কম্বল বিতরণ করা হয়। মার্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ মারোক আহমেদের ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে গরিব অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেক হাওলাদার, সাবেক বাসাইল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহামুদুল হাসান ঝন্টু, বাসাইল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বিদ্যুত আহমেদ, সাফস বিজনেস ইনিষ্টিটিউটের একটিং প্রিন্সিপাল শেখ শারোক আহমেদ, মোঃ স্বপণ শেখ, মোঃ রহিম শেখ প্রমুখ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।