ময়মনসিংহ, ৩ জানুয়ারি, ২০২১ : জেলার তারাকান্দার গাছপাড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। রোববার দুপুর সোয়া ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৭জন। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু রয়েছেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। উদ্ধার কাজ চলছে।
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ ৭ জন নিহত
Published: 2021-01-03 17:01:51 BdST, Updated: 2021-01-28 02:20:53 BdST
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।