মালাঘা জাবেরি ইরানি মডেল
Published: 2021-01-21 23:26:45 BdST, Updated: 2021-02-25 15:56:57 BdST
ইরানে জন্ম হলেও মালাঘা জাবেরি এখন বাস করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে। কৈশোরেই মডেলিংয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে ইরানে নিষেধাজ্ঞা থাকায় নিজ দেশে মডেলিং করতে পারেন না। যুক্তরাষ্ট্রে নিজের অবস্থান গড়তে লড়াই কম করতে হয়নি জাবেরিকে। নিখুঁত ফিগার আর স্বপ্নময় চোখের কারণে জাবেরি সুপরিচিত। বলা হয়, এ জন্য তাঁকে বহুবার সার্জারির মুখোমুখি হতে হয়েছে। বহু নামকরা সাময়িকীর প্রচ্ছদকন্যা হয়েছেন জাবেরি। ইনস্টাগ্রামে এ সুন্দরীর অনুসরণকারী ৩৪ লাখ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।