দেশে করোনায় মৃত্যুর সংখ্যা আরো কমলো
Published: 2021-01-14 07:06:26 BdST, Updated: 2021-03-03 20:05:58 BdST
দেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আরো কমেছে। তবে বেড়েছে আক্রান্তের সংখ্যা।
গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে পুরুষ ৬ জন, নারী ৮ জন। আক্রান্ত হয়েছে ৮৯০ জন। গতকাল বুধবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৮৩৩ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৯১০ জনে।
গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৪১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।