odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

বেনাপোল কাস্টমসে তিন চোর আটক

Biplob | প্রকাশিত: ৪ May ২০২১ ০৬:৩৬

Biplob
প্রকাশিত: ৪ May ২০২১ ০৬:৩৬

মো. রাসেল ইসলাম,শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল কাস্টমস থেকে তিন চোর আটক করেছে আনছার সদস্যরা।
 
সোমবার গভীর রাতে কাস্টমসের ভিতর থেকে তিন চোরদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে একটি নাট বল্টু খোলা রেঞ্জ উদ্ধার করা হয়েছে।
 
আটককৃতরা হলেন, বেনাপোল ভবারবেড় গ্রামের ইমারুল হক এর ছেলে নয়ন হোসেন (২৫)একই গ্রামের আমিনুর রহমানের ছেলে ইয়ামিন (২৭) ও আব্দুর রশিদের ছেলে সিহাব হোসেন (২৩)।
 
বেনাপোল কাস্টমস হাউজে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনছার এর প্লাটুন কমান্ডার আবুল কালাম আজাদ বলেন, আনছার সদস্যরা রাতে কর্তব্য পালন কালে দেখে কাস্টমস হাউজের ভিতর তিন জন লোক ঘুরাঘুরি করছে। তখন তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা পালানোর চেষ্টা করে এ সময় কর্মরত আনসার বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে।
 
আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা ওয়াগন থেকে চাউল চুরির কথা শিকার করে বলেন পুলিশ এর ভয়ে পালাতে তারা কাস্টমস এর মধ্যে প্রবেশ করে।
 
এ ব্যাপারে কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল হক বলেন, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 


আপনার মূল্যবান মতামত দিন: