odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

মানিকগঞ্জের সিংগাইরে সাপের কামড়ে সোহেলের মৃত্যু

Biplob | প্রকাশিত: ৪ May ২০২১ ০৬:৪৩

Biplob
প্রকাশিত: ৪ May ২০২১ ০৬:৪৩

বিপ্লব,সাভারঃ সিংগারের জামির্তা ইউনিয়নে সুৎখিরা দক্ষিণ পাড়া এলাকায় সাপের কামড়ে সোহেল (৩০) এক যুবকে  মৃত্যু হয়েছে। 

সোমবার ০৪-০৫-২০২১ইং সকাল আনুমানিক ১১ টার দিকে বকচর এলাকা থেকে সোহেল (৩০) নামের এক যুবকের সাপের কামড়ে মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় আনুমানিক সকাল ১১ টার দিকে সোহেল ডাউটিয়া বাজারে পাশে বকচর এলাকায় গেলে সেখানেই তাকে বিষাক্ত সাপ কামড় দেয় বলে যানাজায়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত এনাম ক্লিনিকে নিয়ে গেলে সেখানে তার কাছ থেকে, ভর্তির জন্য ২০,০০০ হাজার টাকা জমা চাইলে , সোহেল ও তাহার সাথে থাকা স্থানীয় লোকজন টাকা সাথে নিয়ে না যাওয়ায়,তাকে আর এনাম ক্লিনিকে আর ভর্তি করা সম্ভব হয়নি।

তারপর ক্লিনিক থেকে বাড়িতে চলে আসার পথে, সোহেল রাস্তায় হঠাৎ করে রাস্তায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, তারপর লোকজনে ধরাধরি করে সুৎখিরা দক্ষিণপাড়া তার বাড়ীতে নিয়ে আসে।

বাড়ির লোকজন তাৎক্ষণিক সোহেল কে নিয়ে, সাভার পুরাবাড়ি এলাকায় সাপুরে উজার কাছে নিয়ে যায়, সেখান থেকেও উজা সোহেল কে মৃত বলে ফিরিয়ে দেওয়ার পর, বাড়িতে নিয়ে আসে তার আত্মীয় স্বজনরা,

তারপর বিভিন্ন লোকের মাধ্যমে খবর দিয়ে বিভিন্ন ধরনের উজা বাড়িতে নিয়ে আসে ও ঝাড়ফুঁক শুরু করে, অবশেষে একে একে তারাও চলে যায় ।



আপনার মূল্যবান মতামত দিন: