odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

সিরাজদিখানে র‌্যাবের হাতে হেরইনসহ ২মাদক কারবারী গ্রেফতার

ahsanul islam | প্রকাশিত: ১০ May ২০২১ ০১:৪৭

ahsanul islam
প্রকাশিত: ১০ May ২০২১ ০১:৪৭

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গত শনিবার দুপুর ১২টায় উপজেলার বাসাইল ইউনিয়নে অভিযান চালিয়ে  পশ্চিম ব্রজারহাটি মায়ের সেবা কিন্ডার গার্টেন এর সামনে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১০০০ মিলিগ্রাম হেরইন ও মাদক বিক্রয়ের নগদ ২হাজার ৫শত টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো পূর্ব ব্রজেরহাটি গ্রামের  আউয়াল শেখের ছেলে রাজিব শেখ(৩০) ও পশ্চিম ব্রজেরহাটি গ্রামের সামউদ্দি শেখর ছেলে মোঃ সালাউদ্দিন (৩৫) । র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিকালে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানায়, গ্রেফতারকৃত আসামিরা সবাই মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাসহ সহ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।#



আপনার মূল্যবান মতামত দিন: