odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

আজহারকে গরু জবাইয়ের ছুরি দিয়ে হত্যা করেন আব্দুর রহমান

Biplob | প্রকাশিত: ২৬ May ২০২১ ০১:২৪

Biplob
প্রকাশিত: ২৬ May ২০২১ ০১:২৪

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদের ইমাম আব্দুর রহমানের সঙ্গে বিরোধের জেরেই স্থানীয় আজহারকে হত্যা করা হয়। নিহত আজহারের সন্দেহ ছিল, তার স্ত্রী আসমা বেগমের সঙ্গে ইমামের সম্পর্ক ছিল।

এর জেরেই তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরপরই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার দিন এশার নামাজের পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত আজহারকে কুপিয়ে ছয় টুকরা করা হয়। এরপর মসজিদের সেফটিক ট্যাংকে ‘টুকরা করা’ মরদেহ লুকিয়ে রাখা হয়।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

এর আগে গতকাল মসজিদের সিঁড়িতে রক্তের দাগ ও সেফটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এ ছাড়া স্থানীয় আজহার ১৯ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। এমন ঘটনায় অনুসন্ধান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে র‌্যাব ইমামকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা জানতে পারে। এ সময় অভিযুক্তের কাছ থেকে হত্যায় ব্যবহৃত তিনটি চাকু ও মোবাইল উদ্ধার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: