odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

সিলেটে দুই সন্তানের মাকে কুপিয়ে হত্যা

Biplob | প্রকাশিত: ১৬ June ২০২১ ১৯:১১

Biplob
প্রকাশিত: ১৬ June ২০২১ ১৯:১১

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে দুই সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত নারীর স্বামী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) গভীর রাতে উপজেলার ফতেহপুর বিন্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আর বুধবার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হচ্ছেন- মা আলিমা বেগম (৩০) ও তার দুই সন্তান মিজান (১০) এবং তানিশা (৩)। আর আলিমা বেগমের স্বামী হিফজুর রহমানকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কে বা কারা ওই পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।

নিহতদের সবার গলা ও মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করেছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, লাশগুলো উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছি।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) অফিসার এএসপি লুৎফুর রহমান বলেন, ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: