odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

হরিরামপুরের ধুলশুরায় পদ্মা নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলে উদ্বোধনে এমপি মমতাজ বেগম। 

Biplob | প্রকাশিত: ১৯ June ২০২১ ১৮:৫১

Biplob
প্রকাশিত: ১৯ June ২০২১ ১৮:৫১

এফ এম ফজলু: মানিকগঞ্জ জেলার সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হরিরামপুর উপজেলার
পদ্মা নদীর পাড় ভাঙ্গান। 

প্রতিবছরই বিলীন হয়ে যাচ্ছে বহু বসত বাড়ি জায়গা জমি। 

পদ্ম পাড়ের মানুষের দুঃখদুর্দশার শেষ নেই। 
মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম ক্ষমতায় আসার পর হতেই প্রতি বছর বর্ষ মৌসুমে ছুটে যায় ঐ ভাঙ্গান এলাকায়।  তারই ধারাবাহিকতায় গত বুধবার ধুলশুরায় ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে  ৪ শ মিটার দৈর্ঘ্যের পদ্মা পাড়ে জিও ব্যাগ ফেলে উদ্বোধন করেন। এসময়
স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আলোচনা সভার আয়োজন করেন। 

জেলা আ'লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  এ্যাডঃ গোলাম মহিউদ্দিন সভাপতিত্ব করেন। আলোচনা সভার প্রধান অতিথি ও জিও ব্যাগ ফেলানো কাজের উদ্বোধক এমপি মমতাজ বেগম বক্তব্য রাখেন। 

এমপি মমতাজ বেগম  হরিরামপুরবাসীর জন্য প্রধান সমস্যার বালিরটেক ব্রীজের নির্মাণ কাজ সম্পন্ন করে উদ্বোধন করেছেন প্রায় ২ বছর আগে।



আপনার মূল্যবান মতামত দিন: