odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

মগবাজারে বিস্ফোরণে নিহত ৭

Biplob | প্রকাশিত: ২৮ June ২০২১ ১২:০৫

Biplob
প্রকাশিত: ২৮ June ২০২১ ১২:০৫

স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ২৮ জন। আহতদের ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকার একটি ভবনে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ ৯টি ইউনিট পাঠানো হয়েছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ ফোন করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ।’

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম আজম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। এখানে অর্ধশতাধিক আহতের খবর পাচ্ছি। তবে এখনও নিশ্চিত নয়। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাইনি।’



আপনার মূল্যবান মতামত দিন: