odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

বিমানবন্দরে ব্রাহমা জাতের ১৮ গরু জব্দ

Biplob | প্রকাশিত: ৬ July ২০২১ ১৪:১৯

Biplob
প্রকাশিত: ৬ July ২০২১ ১৪:১৯

নিজস্ব প্রতিবেদক:যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ব্রাহমা জাতের ১৮টি গরু জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। গরুগুলো সোমবার (৫ জুলাই) দুপুরে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসে। বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানি অনুমতি না থাকা এবং গরুর আমদানি কারককে না পাওয়ায় জব্দ করা হয়েছে বলে জানান ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক।

জানা গেছে, ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী ১৮টি গরু আমদানি কারক এয়ারওয়ে বিলে মোহামম্দপুরের সাদেক এগ্রো’র নাম লিখা রয়েছে। তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গরুগুলো আসলে সেগুলোকে নিতে আসেনি কেউ। প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা এসে নিশ্চিত করেন গরুগুলো ব্রাহমা জাতের।

সাধারণ আমদানিকৃত পণ্যে, মালামাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়ারহাউজে রাখা হবে। তবে কোন প্রাণী সেখানে রাখার ব্যবস্থা না থাকায় গরুগুলোকে সাময়িকভাবে প্রাণিসম্পদ অধিদফতরের কাছে হস্তান্তর করা হচ্ছে। রাত ২টার মধ্যে গরুগুলো হস্তান্তরের প্রক্রিয়া শেষ হবে।

সূত্র জানায়, বিল অব এন্ট্রিতে গরুগুলোর মূল্য ধরা হয়েছে প্রতিটি ৪০ হাজার ডলার। তবে কাস্টমস কর্মকর্তারা ধারণা করছেন গরুগুলো প্রতিটির মূল্য ১২-১৫ লাখ টাকারও বেশি।

এ প্রসঙ্গে ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক বলেন, গরুগুলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হলেও নিতে বিমানবন্দরে কেউ আসেনি। বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানি নিষিদ্ধ রয়েছে। এ কারণে জব্দ করা হয়েছে। তবে আমাদের হেফাজতে গরু রাখার ব্যবস্থা না থাকায় প্রাণিসম্পদ অধিদফতরের জিম্মায় দেওয়া হচ্ছে।

গরুগুলোর কোনও দাবিদার না পাওয়া গেলে নিলামে বিক্রি করা হবে বলেও জানান মোহাম্মদ আবদুস সাদেক।

ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী রফিকুজ্জামান বলেন, গরুগুলো বিভিন্ন বয়সী। গরুগুলোকে সাময়িকভাবে সংরক্ষণের জন্য সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হবে।

এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আমদানির ঘোষণা দিয়ে ব্রাহমা জাতের ৩০টি গরু আমদানি করে আনা হলে সেগুলোও আটক করে কাস্টমস হাউস। খিলক্ষেতের ডেইরি সান প্রাইভেট লিমিটেড নামের একটি ফার্ম ওই গরুগুলো আমদানি করেছিলো।



আপনার মূল্যবান মতামত দিন: