odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

মাগুরার শ্রীপুরে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন

Biplob | প্রকাশিত: ১৮ August ২০২১ ০২:১৮

Biplob
প্রকাশিত: ১৮ August ২০২১ ০২:১৮

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি:মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী, আলোচনাসভা, দোয়া অনুষ্ঠান ও সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ।

দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় উপজেলা সদরের শ্রীপুর বাজারস্থ চৌরঙ্গী মোড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয় এবং এর পরপরই আওয়ামী যুবলীগের ব্যানারে এক বিশাল শোক র‌্যালী বের হয়ে র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচলনাসভা ও দোয়া অনুষ্ঠানে মিলিত হয় ।

মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

যুবলীগ নেতা বাবুল রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, জেলা যুব লীগের যুগ্ম-আহবায়ক আলী আহমেদ আহাদ, সাকিবুল হাসান তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও করোনাকালীন উপজেলা হট টিমের সমন্বয়ক কাজী জালাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য আরজান বিশ্বাস বাদশা, বিল্লাল হোসেন, মনিরুজ্জামান লাল্টু, হাসানুজ্জামান হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবি এম আরিফুজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ উপজেলার ৮ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়ার মাহফিল ও তোবারক বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: