odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

সিলেট-জকিগঞ্জ সড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় নিহত ৩

Biplob | প্রকাশিত: ১৯ August ২০২১ ০৩:১৭

Biplob
প্রকাশিত: ১৯ August ২০২১ ০৩:১৭

সিলেট প্রতিনিধিঃ সিলেট-জকিগঞ্জ সড়কে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। এখনও একজন নিখোঁজ রয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় জকিগঞ্জ থানাধীন বারহাল এলাকার পাশ্চিম শাহবাগ ও পূর্ব বটরতলের মাঝামাঝি নিজগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা ঘটনাস্থলে আছি। এখানে দুইজনের মরদেহ পেয়েছি। তবে আরও একজন নিহত হওয়ার খবর পেয়েছি। সেই মরদেহ এখনও দেখতে পাচ্ছি না। গাড়িতে ৭ জন যাত্রীর ছিল। আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, ৭ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি বুধবার বিকেলে সিলেট শহর থেকে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের নিজগ্রামে উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে সন্ধ্যা ৭টা দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি একটি ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এসময় আহত হয় আরও তিনজন। বাকি একজন এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

পরে আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- জকিগঞ্জের গণিপুর গ্রামের মৃত মতু মিয়ার ছেলে মাহেল চৌধুরী ও বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের জুনেদ আহমদ। বাকি একজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: