odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

গণমাধ্যম বিকশিত হলে রাষ্ট্রও বিকশিত হবে

Biplob | প্রকাশিত: ২১ August ২০২১ ০৩:১৬

Biplob
প্রকাশিত: ২১ August ২০২১ ০৩:১৬

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, গণমাধ্যম বিকশিত হলে রাষ্ট্রও বিকশিত হবে। সাংবাদিক তথা সংবাদ মাধ্যমের কল্যাণের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন।

তিনি বলেন, এ জন্য করোনাকালীন এই দুর্যোগময় মুহূর্তেও প্রধানমন্ত্রী অসহায় গরিব মানুষদের শুধু নয়, সন্মুখসারির যোদ্ধাদেরও কষ্টের কথা মাথায় রেখে তার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে জেলা সার্কিট হাউস মিলনায়তনে জেলার কর্মরত ৪৭ সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার দশ হাজার টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মফস্বল সাংবাদিকদের অনেক কষ্ট করে সাংবাদিকতা করতে হয়। এ বিষয়টি প্রধানমন্ত্রী ভালোভাবেই জানেন। তাই টাকা বড় কথা নয়, প্রধানমন্ত্রীর সহায়তা এবং তার সকলকে স্মরণ করা এটাই বড় কথা।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি, প্রেসক্লাব আহবায়ক গৌতম চৌধুরী, প্রেসক্লাব সাবেক সাবেক সভাপতি মাহমুদ হোসেন, এম এ রব্বানী ফিরোজ, মুনিরুজ্জামান নাসিম আলী ও সদস্য সচিব রেজাউল ইসলাম শামিম প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: