odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের গৌরবোজ্জ্বল কোনো ইতিহাস নেই : হানিফ

Biplob | প্রকাশিত: ২৪ August ২০২১ ০০:৪০

Biplob
প্রকাশিত: ২৪ August ২০২১ ০০:৪০

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের গৌরবোজ্জ্বল কোনো ইতিহাস নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

হানিফ বলেন, ‘জিয়াউর রহমান পাকিস্থানের এজেন্ট হিসেবে ছদ্মবেশে রণাঙ্গনে ছিলেন। স্বাধীনতার আগে ও পরে নিজের কর্মকাণ্ডে জিয়া প্রমাণ করেছেন তিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন।’

আজ সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ একথা বলেন।

হানিফ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের জিয়া পুরস্কৃত করেছেন, এর পাশাপাশি আইন করে তাদের বিচার বন্ধ করেছেন।’

জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর বিচার করতে পারতেন কিন্তু নিজে জড়িত সেটা প্রমাণিত হওয়ার ভয়ে তা করেননি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম নাদেল, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা



আপনার মূল্যবান মতামত দিন: