odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

গজারিয়ার বালুয়াকান্দীতে ঈদগাঁহর সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন ।

ahsanul islam | প্রকাশিত: ২৬ August ২০২১ ০৪:০৫

ahsanul islam
প্রকাশিত: ২৬ August ২০২১ ০৪:০৫

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দি গ্রামে ঈদগাঁহর সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য ,বালুয়াকান্দি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী আলহাজ্ব নাজমুল হোসেন।

বুধবার ২৫ আগস্ট  সকালে বালুয়াকান্দি ইউনিয়নে মুদার কান্দি গ্রামে ঈদগাঁর সীমানা প্রাচীর নির্মাণের শুভ উদ্বোধন করেন । আলহাজ্ব নাজমুল হোসেন জানান জেলা পরিষদ অর্থায়নে মেসার্স রহমান এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এবং নিজস্ব অর্থায়নের সহযোগিতায় ঈদগার সীমানা প্রাচীর নির্মাণ করা হবে । তিনি আরও জানান জেলা পরিষদ থেকে ১১ লক্ষ ৩০ হাজার টাকা এই প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেয়া হয়েছে। বালুয়াকান্দি ইউনিয়নে রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদ থেকে প্রাপ্ত ও নিজ অর্থায়নে প্রায় আড়াই কোটি টাকার উন্নয়নমুলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন সাহেবের দীর্ঘায়ু কামনা ও শোকের মাসে মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঈদগা কমিটির সভাপতি, হাজী শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হোসেন সরকার, যুগ্মসাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, মাজেদুল ইসলাম মিন্টু,শহীদুল ইসলাম প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: