odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পাবনা জেলা কমিটির বর্ধিতসভা অনুষ্ঠিত

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৩ October ২০২১ ০৪:৩০

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৩ October ২০২১ ০৪:৩০

 

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পাবনা জেলা কমিটির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ৩টায় পাবনা রতœদ্বীপ রির্সোটে বর্ধিতসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব আহমেদ আবু জাফর এবং বর্ধিতসভার উদ্বোধন করেন সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পাবনা জেলার সভাপতি ডা. মো. আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আবুল খয়ের খান, মোনালিসা মৌ; পাবনার আলোর প্রকাশক ও সম্পাদক মাহফুজ আলী কাদেরী, দৈনিক বিপ্লবী সময়ের বার্তা সম্পাদক আ. সালাম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, ৭১ টিভির পাবনা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, বিএমএসএফ পাবনা জেলা শাখার সহসভাপতি খালেকুজ্জামন পান্নু, বিটিভির পাবনা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, এশিয়ান টিভি ও দেশ চিত্রের পাবনা প্রতিনিধি আর কে আকাশ, ভূমি বার্তার সম্পাদক শেখ নাছির উদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি শফিক আল কামাল, আনন্দ টিভির প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, মাই টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, যায়যায়দিনের সুজানগর প্রতিনিধি মনিরুজ্জামান মনির, যমুনা ও বাংলা টিভির মালয়শিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী, মোহনা টিভির প্রতিনিধি হাজ্জাতুল হিরা, তারুণ্য ডটকমের সম্পাদক জুবাইর খান প্রিন্স, শেখ সালাউদ্দিন ফিরোজ, দৈনিক লাখো কন্ঠের পাবনা প্রতিনিধি ফজলুল হক, খবর বাংলার নিজস্ব প্রতিবেদক সোহেল রানা, পাবনার চেতনার আদনান উদ্দিন, মাহফুজুর রহমান শ্রাবণ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মাই টিভির প্রতিনিধি কামরুল ইসলাম।
আলোচনায় বক্তাগণ বলেন, সাংবাদিকদের স্বার্থ রক্ষা, নির্যাতন প্রতিরোধ ও ন্যায় বিচারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এসময় দেশ চিত্রের বার্তা সম্পাদক অপূর্ব চৌধুরী, উজ্জ্বল হোসেন, ফারুক হোসেন, রফিকুল ইসলাম সান, প্রিন্স, আলাউদ্দিন হোসেন, মিঠুন শেখ, জান্নাতুল ফেরদৌস অনি, শাবাফা বিনতে শরীফ নাবাসহ পাবনার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: