odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক এবার না পেয় বিদ্রোহী

নৌকা মার্কা না পেলেও নির্বাচনি পোস্টরে প্রিয় নেত্রীর ছবি লাগিয়েছন মুন্সী গঞ্জের জিবন

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৬ November ২০২১ ০৮:২২

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৬ November ২০২১ ০৮:২২

মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হাজী আক্তারউজ্জামান জীবন তার পোস্টারে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন।

রোববার মুন্সীগঞ্জ থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি পোস্টার বিজ্ঞাপন হিসেবে ছাপা হয়েছে। এছাড়া বিদ্রোহী এ চেয়ারম্যান প্রার্থী তার নিজের ফেসবুক আইডিতে পোস্টার ছবি পোস্ট করেছেন। তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত রয়েছে।

প্রসঙ্গত, আক্তারউজ্জামান জীবন মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি গত ইউপি নির্বাচনে চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন নৌকা প্রতীক নিয়ে। এবার দলের মনোনয়ন পেতে ব্যর্থ হওয়ার পর দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তার প্রতীক আনারস।

ইতোমধ্যে তিনি বিদ্রেহাী হয়েও দলের কেন্দ্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার দিয়ে ফেসবুকে পোস্ট করার পাশাপাশি পত্রিকায় বিজ্ঞাপন ছাপাচ্ছেন তাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনমতে।

এ প্রসঙ্গে জেলা নির্বাচন অফিসার মো: বশির আহমেদ বলেন, দলীয় প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী দলের প্রধান কিংবা প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করতে পারবেন না। এমনকি প্রার্থী নিজের বাবার ছবিও ব্যবহার করতে পারবেন না। ইহা সম্পূর্ণ নির্বাচনের আচরনবিধি লঙ্ঘন



আপনার মূল্যবান মতামত দিন: