odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

প্রাইভেটকার-পিকাপভ্যান মুখোমুখি সংঘর্ষ : তুরাগ থানার ওসি নিহত 

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৫ December ২০২১ ০৫:৪০

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৫ December ২০২১ ০৫:৪০

 

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২১  : রাজধানীর তুরাগ থানার ওসি (তদন্ত) মো. শফিউল্লাহ ওরফে শফি পেশাগত দায়িত্ব পালন শেষে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বাসায় ফেরার পথে প্রাইভেটকারের সাথে একটি পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পুড়িন্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডিএমপি’র তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান আজ বাসস’কে জানান, সোমবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে মো. শফিউল্লাহ তুরাগ থানা থেকে বের হয়ে নিজের একটি প্রাইভেটকার নিয়ে নারায়ণগঞ্জের পুড়িন্দা বাজার এলাকায় নিজের বাসায় ফিরছিলেন।  
এ সময় তাকে বহনকারী প্রাইভেটকারটি পুড়িন্দা বাজারে পৌছালে দ্রুতগতিতে আসা একটি পিকাপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শফিউল্লাহ। এ সময় আহত হন তার গাড়ি চালক মো. সাগর। পরে দুর্ঘটনা কবলিত পিকাপ ভ্যানটিকে হাইওয়ে পুলিশ আটক করেছে। 
মেহেদী হাসান জানান, ২০০৫ সালে মো. শফিউল্লাহ বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। 
শফিউল্লাহ’র বয়স হয়েছিল ৪০ বছর। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পুড়িন্দা গ্রামের আজিজুল হকের ছেলে। 
তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। 
শফিউল্লাহ আত্মীয় মো. নাসিম জানান, তার বড় মেয়ে সুচি চতুর্থ শ্রেণিতে পড়ে, মেজো মেয়ে জান্নাত প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। আর  সাড়ে তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: