odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি  | প্রকাশিত: ৮ April ২০২২ ০৭:৪৬

গোপালগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ৮ April ২০২২ ০৭:৪৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কিশোর।

বৃহস্পতিবার ভোরে উপজেলার পাটগাঁতী ইউনিয়নের চিংগড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের নাম আকাশ মণ্ডল। ১৮ বছর বয়সী আকাশ একই গ্রামের লক্ষণ মণ্ডলের ছেলে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল জানান, বেশ কিছুদিন ধরে বাবার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার জন্য বায়না করছিলেন আকাশ। ধান ওঠার পর তাকে মোবাইল কিনে দিতে রাজি হন বাবা। কিন্তু তিনি অভিমান করে বৃহস্পতিবার ভোরে বাড়ির পার্শ্ববর্তী বাগানে বরইগাছের ডালের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে গাছে ঝুলতে দেখেন ঠাকুর করিবাজ। এরপর খবর দিলে আকাশকে নিচে নামান স্বজনরা।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: