odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর দুই হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

| প্রকাশিত: ১৭ April ২০২২ ০৫:৫৭


প্রকাশিত: ১৭ April ২০২২ ০৫:৫৭

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের চাঞ্চল্যকর কাউন্সিলরের পুত্র ঝলক ও আলুক্ষেত প্রহরী মিজান খাঁ হত্যা মামলার ৩ আসামিকে পৃথক দু’টি স্থান থেকে গ্রেফতার করেছে র‍্যাব -১১। 

গত শুক্রবার (১৫ এপ্রিল)  নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া এলাকা থেকে ঝলক হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. জিল্লু (৪২) ও অপর আসামি সুমন গোয়ালকে (৪০) গ্রেফতার করা হয়েছে। 

এছাড়াও মুন্সিগঞ্জের সদর উপজেলার আধারা ইউনিয়নের সুমারঢালীকান্দি এলাকায় আলুক্ষেতের প্রহরী মো: মিজান খাঁ হত্যাকাণ্ডের প্রধান আসামি মো: মেহেদী হাসান ওরফে সুপার মিজিকে (৩৫) র‍্যাব- ৮ এর সহযোগিতায় ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) গ্রেফতার করেছে র‍্যাব -১১। 

শুক্রবার বেলা সাড়ে ৩টায় র‍্যাব -১১ এর উপ-অধিনায়ক মেজর মো: হাসান শাহরিয়ার আদমজীতে র‍্যাব-১১ এর সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, মুন্সিগঞ্জের মিরকাদিম লঞ্চঘাটের ইজারা ও আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে নৈদিঘীর পাথর এলাকায় জিল্লুর গ্রুপের সঙ্গে ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: লিটনের মধ্যে বিরোধের জেরে গত ১৩ এপ্রিল বুধবার মিরকাদিম লঞ্চঘাট এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাউন্সিলর লিটনের ছেলে ঝলককে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। র‍্যাব -১১ এর সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। পরে শুক্রবার রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় থেকে সম্রাট ঝলক হত্যাকাণ্ডের দুই আসামি মো: জিল্লু ও সুমন গোয়ালকে গ্রেফতার করা হয়। 

তিনি আরো  জানান, মুন্সিগঞ্জের সদর উপজেলার আধারা ইউনিয়নের সুমারঢালীকান্দি এলাকার আলু ক্ষেতের প্রহরী মো: মিজান খাঁয়ের সঙ্গে আলু ক্ষেতে কীটনাশক ওষুধ ছিটানোকে কেন্দ্র করে স্থানীয় মিজি বংশের সুপার মিজির বিরোধের জের ধরে ৫ এপ্রিল গভীর রাতে মিজি বংশের লোকজন ঘুমন্ত অবস্থায় মিজান খাঁ ও তার বন্ধু আব্দুর রহমানের উপর হামলা চালায়। এতে ঘটনা স্থলেই মিজান খাঁ মারা যান। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। র‍্যাব -১১ এর সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। মিজান খাঁ হত্যাকাণ্ডের প্রধান আসামি মো: মেহেদী হাসান ওরফে সুপার মিজিকে (৩৫) র‍্যাব- ৮ এর সহযোগিতায় ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে বৃহস্পতিবার গ্রেফতার করে র‍্যাব -১১।  উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদেরকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: