odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

চট্টগ্রামে প্রথমবারের মতো‘সার্ভাইক্যাল ডিসটোনিয়া’ রোগীর বোটক্স থেরাপি সম্পন্ন  

| প্রকাশিত: ২০ April ২০২২ ০৫:২২


প্রকাশিত: ২০ April ২০২২ ০৫:২২

বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে সম্প্রতি অত্যাধুনিক ইএমজি মেশিনের সহযোগিতায় জটিল ‘সার্ভাইক্যাল ডিসটোনিয়া’রোগে আক্রান্ত রোগীর বোটক্স থেরাপি সম্পন্ন হয়েছে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর নিউরোলজি বিভাগের কনসালটেন্ট ডা মোহাম্মদ নাজিম উদ্দিন’র তত্ত্বাবধায়নে চট্টগ্রামে প্রথমবারের মতো এই বোটক্স থেরাপি সম্পন্ন করা হয়। 

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর নিউরোলজি বিভাগের কনসালটেন্ট ডা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, “সার্ভাইক্যাল ডিসটোনিয়া’ (সিডি) একটি বিরল স্নায়বিক রোগ। সার্ভাইক্যাল ডিসটোনিয়াতে আমরা মুখের ঔষধ, বোটক্স, ডিবিএস কিংবা ব্রেইন সার্জারি করে থাকি। আমাদের সার্ভাইক্যাল ডিসটোনিয়া রোগীর মুখের ঔষধ কার্যকরী না হওয়াতে আমরা অত্যাধুনিক ইএমজি মেশিনের সহযোগিতায় বোটক্স থেরাপি সম্পন্ন করি যা কিনা বৃহত্তর চট্টগ্রামে এই প্রথম এবং এক সপ্তাহের মধ্যেই পেশেন্ট এর পঞ্চাশ ভাগ উন্নতি হয়েছে।” 

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, “রোগীদের সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ আমরা সর্বোত্তম চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ চিকিৎসক দল নিয়ে সর্বদা প্রস্তুত থাকি। চট্টগ্রামে প্রথমবারের মতো জটিল সার্ভাইক্যাল ডিসটোনিয়া রোগে আক্রান্ত রোগীর সফলভাবে বোটক্স থেরাপি সম্পন্ন করেছি, যা আমাদের জন্য অত্যন্ত বড় একটি সাফল্য।”



আপনার মূল্যবান মতামত দিন: