odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

টেকনাফে সাড়ে ১০ কোটি টাকার মাদকসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিত: ২ May ২০২২ ২৩:০১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২ May ২০২২ ২৩:০১

কক্সবাজারের টেকনাফে ২ কেজি ৭১ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা বোঝাই কাঠের নৌকাসহ নুর কবির ও রহিমুল্লাহ নামে দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। রোবরার (১ মে) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার বালুখালী ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আলী মিয়ার পুত্র মো. নুর কবির এবং ১১নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. নুরুজ্জামানের পুত্র মো. রহিম উল্লাহ।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, রোববার দিবাগত গভীর রাতে মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন খবর আসে। এর ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি দল হোয়াইক্যং ঝিমংখালী বিওপির আওতাধীন নাফনদী সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। দীর্ঘক্ষণ পর তিন ব্যক্তি একটি কাঠের নৌকা নিয়ে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন।

এ সময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন নাফনদীতে ঝাঁপ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে চলে যান। পরে একটি কাঠের নৌকাসহ রোহিঙ্গা নুর কবির ও রহিমুল্লাহকে গ্রেফতার করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদে নৌকার পাটাতন হতে ১০ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের ২ কেজি ৭১ গ্রাম আইস এবং ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের পর জব্দকৃত আইস ও ইয়াবাসহ ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: