odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

চাকরি ফিরে পেয়ে টিটিইর ‘শুকরিয়া’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ May ২০২২ ০৫:০২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ May ২০২২ ০৫:০২

চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। রোববার দুপুরে পাবনার পাকশীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া। যেহেতু আমি রেলওয়ের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, আমাকে আবার কাজে যোগদানের সুযোগ দিয়েছে, তাতে আমি খুশি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল বলেন, তিনি কোন মাদকাসক্ত নন বা মানসিক সমস্যায় ভুগছেন না। রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনে তাকে ডাক্তারি পরীক্ষা ও ডোব টেষ্ট করাতে পারে।

তিনি আরও বলেন, সাংবদিকরা সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রকৃত বিষয়টি তুলে ধরেছেন। এর জন্য তিনি কৃতজ্ঞ।

রেলমন্ত্রীর ‘আত্মীয় পরিচয়’ দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় গত ৪ মে রাতে ঈশ্বরদী থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ এর তিন যাত্রীকে জরিমানা করেছিলেন টিটিই শফিকুল। কিন্তু রেলমন্ত্রীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরদিন তাকে সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন: