odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

খাবার কম দেওয়ায় বর ও কনেপক্ষের মধ্যে মারামারি, বিয়ে করলো না বর

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ২১ May ২০২২ ২১:২৩

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২১ May ২০২২ ২১:২৩

নরসিংদী রায়পুরায় বিয়ে বাড়িতে খাবার কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

এদিকে উভয়পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষের ফলে বিয়ে না করেই ফিরে যান বর। তাই রাগে ক্ষোভে আত্মহত্যার চেষ্টা চালান নববধূ। শুক্রবার রায়পুরার মুসাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রায়পুরার মুসাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ের সঙ্গে একই উপজেলার মাহমুদপুর গ্রামের আতাউর মিয়ার ছেলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরেই দুই পরিবারের সম্মতিতে শুক্রবার তাদের বিয়ের দিন ধার্য করা হয়।

দুপুরের পর বরযাত্রী আসলে খাওয়া-দাওয়া শুরু হয়। একপর্যায়ে বরপক্ষের লোকজনকে খাবার কম দেওয়ায় বরের বাবা রফিকুল ইসলাম ক্ষিপ্ত হন। একপর্যায়ে তিনি খাবার ভর্তি প্লেট ঢিল মেরে ফেলে দেন। এই নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকসহ দুইপক্ষের ১০ জন আহত হন।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় বিয়ে সম্পন্ন না করেই বরসহ বরযাত্রীরা ফিরে যান। এদিকে বিয়ে ভেঙে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন কনে।

রায়পুরা থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, বরপক্ষকে খাবার কম দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।



আপনার মূল্যবান মতামত দিন: