odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th November 2025, ১২th November ২০২৫

পরীক্ষামূলকভাবে টোল দিয়ে পদ্মা সেতু পার হলো গাড়ি

odhikarpatra | প্রকাশিত: ১৮ June ২০২২ ২৩:২৪

odhikarpatra
প্রকাশিত: ১৮ June ২০২২ ২৩:২৪

 
 

মো : আহসানুল ইসলাম আমিন:   

প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছে গাড়ি। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাওয়া প্রান্তে টোল দিয়ে প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়। 

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মুন্সিগঞ্জের (মাওয়া) প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার বলেন, বিকেলের দিকে নির্বাহী প্রকৌশলীদের গাড়ি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দিয়ে সেতুতে ওঠে। সেতুর টোল আদায় প্রক্রিয়া ঠিকভাবে কাজ করছে কি-না তা পরীক্ষা করে দেখেন।  

এ বিষয়ে পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদির জানান, আমরা প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি। ১২০০ টাকা টোল দিয়ে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কি-না তা পরীক্ষার জন্য পরীক্ষামূলক এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। পরদিন ২৬ জুন সকাল থেকেই চলবে যানবাহন। 



আপনার মূল্যবান মতামত দিন: