odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

সিরাজদিখানে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদৎ বার্ষিকী পালিত।

odhikar patra | প্রকাশিত: ১৬ August ২০২২ ০৬:২৫

odhikar patra
প্রকাশিত: ১৬ August ২০২২ ০৬:২৫

নিজস্ব প্রতিবেদক:

নানা কর্মসূচির মধ্য দিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা এবং সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী। উপজেলা নিবার্হী কর্মকতার্ মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সঞ্চালনায় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, মুক্তিযোদ্ধা আলী আহমেদ বাচ্চু, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা আলী আকবর, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. তাহামিনা আক্তার তুহিন, সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হকসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকতার্, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এছাড়া বঙ্গবন্ধুর জীবন, দর্শন ও কর্ম শীর্ষক আলোচনা সভা,পুরস্কার ও যুব ঋন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

তাছাড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বেলা ১২ টায় সিরাজদিখান বাজার কার্যালয়ে শোক সভা, দোয়া ও ভোজের আয়োজন করা হয় এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন দোয়া মাহফিল আলোচনা সভা ও গণ ভোজের আয়োজন করে। এছাড়াও দিবসটি উপলক্ষে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।

 



আপনার মূল্যবান মতামত দিন: