odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

মুন্সিগঞ্জ‌ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ।

odhikar patra | প্রকাশিত: ১৮ August ২০২২ ০৬:৪৫

odhikar patra
প্রকাশিত: ১৮ August ২০২২ ০৬:৪৫

নিজস্ব প্রতিবেদক :

বিগত ২০০৫ সালের ১৭ আগস্টে বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সারাদেশে একযোগে বোমা বিস্ফোরণসহ সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ।

আজ বুধবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাচারী আওয়ামী লী‌গের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যলায়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মো. মহিউদ্দিন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুজ্জামান আনিছ, , যুগ্ম-সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আফসার উদ্দিন ভূইয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস পালন করে আসছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি জেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: