odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
সিরাজদিখানের তালতলা- ডহরী খালে বাল্কহেড

নীল তিমির ধাক্কায় ট্রলার ডুবি ঘটনায় ৩৬ ঘন্টা পর ভেসে উঠল নিখোঁজ যুবকের লাশ।

odhikar patra | প্রকাশিত: ২৪ August ২০২২ ০২:২০

odhikar patra
প্রকাশিত: ২৪ August ২০২২ ০২:২০

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জের সিরাজদিখানের তালতলা- ডহরী খালে বাল্কহেড নীল তিমির ধক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ যুবকের লাশ নিখোঁজের ৩৬ ঘন্টা  পর ঘটনাস্থল থেকে ৩শ গজ দূরে মঙ্গলবার ২৩ আগস্ট সকাল ৯ টার দিকে ভেসে উঠল । নিহত যুবকের নাম মো. সেলিম (২৬)। সে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামের সিরাজ খানের ছেলে।

ঘটনার পর নিখোঁজ যুবকেকে উদ্ধারে ফায়ার সার্ভিস, ডুবুরি দল সোমবার দিনভর চেষ্টা চালালেও লাশের কোনো হদিস না পেয়ে। তারা একপর্যায়ে উদ্ধার অভিযান সমাপ্ত করে। মঙ্গলবার সকালে নিহত সেলিমের লাশ দুর্ঘটনা স্থান থেকে আনুমানিক ৩শ গজ দূরে ভেসে উঠে ।

প্রসঙ্গত, গেলো রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার তালতলা- ডহরী খালের মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামে অবস্থিত কুন্ডের বাজার নৌ শুল্ক আদায় অফিস সংলগ্ন নদীতে বাল্কহেড নীল তিমির ধাক্কায় মাঝি ও ৪ জন যাত্রীসহ একটি ট্রলার ডুবে গেলে মাঝি এবং এক নারী যাত্রী সহ ৪জন সাতারে তীরে উঠতে পারেলেও সাঁতার না জানায় সেলিম (২৬) পানিতে তলিয়ে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে মিজানুল হক জানান, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বেলা ১০ টার দিকে সেলিমের মরদেহ খাল থেকে উদ্ধার করি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: