odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ December ২০২৩ ০৮:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ December ২০২৩ ০৮:২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভারত থেকে আমদানিকৃত বাদামের বস্তা বোঝাই একটি বাংলাদেশি ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন লেগে যায়। পুড়ে যায় ট্রাকের তিরপল, পণ্য বাঁধা রশি ও ৭ থেকে ১০টি বাদামের বস্তা।

এছাড়া সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয় ট্রাকটির সামনের অংশ ও কেবিন।

ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও মহাসড়ক পাহারায় নিয়োজিত পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় আমদানি পণ্যবাহী দুটি ট্রাক।

শিবগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাদেরী কিবরিয়া বলেন, রবিবার রাত ৮টা ৩৫ মিনিটে ট্রাকে আগুন লাগার খবরে তারা ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। তবে স্থানীয়রা পুলিশের আগেই আগুন নিভিয়ে ফেলে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ঘটনার পরপরই পুলিশ দূষ্কৃতিকারীদের শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি পেরেক মারা কাঠ জব্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান পরিদর্শক সুকোমল।



আপনার মূল্যবান মতামত দিন: