odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

দুই দিনের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে গ্যাস সরবরাহের উন্নতি হবে : নসরুল হামিদ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ January ২০২৪ ২৩:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ January ২০২৪ ২৩:১০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ জানিয়েছেন যে, দুই দিনের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে গ্যাস সরবরাহের উন্নতি হবে। 

তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রি-গ্যাসিফিকেশন ইউনিট) এর কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। তবে, সেদিন চট্টগ্রামে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয়।’

প্রতিমন্ত্রী বলেন, ভাসমান স্টোরেজ ও রি-গ্যাসিফিকেশন ইউনিটগুলো (এফএসআরইউ) পুনরায় চালু করা হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। শনিবার গ্যাস সরবরাহের চাপ সন্তোষজনক না থাকলেও দুপুর ১২টা থেকে গ্যাস সরবরাহের চাপের উন্নতি হয় বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: