odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ২৯টি দোকান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ May ২০২৪ ২২:০৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ May ২০২৪ ২২:০৩

১ মে ২০২৪ (অনলাইন ডেস্ক) : খাগড়াছড়ি জেলা সদরের শান্তিনগর এলাকায় গতরাতে আগুনে পুড়ে গেছে ২৯টি দোকান। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের শান্তিনগরের জাফর তালুকদার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুইঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পোড়া দোকান গুলোর মধ্যে ওয়ার্কশপ, মোটরপার্টস, ব্যাটারী সার্ভিস ও কুলিংকর্ণার ছিল। এ ছাড়া ওয়ার্কশপের সামনে থাকা দুইটি ট্রাক্টরও পুড়ে যায়। 

এদিকে, ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি ইউনিটের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, তদন্ত শেষে অগ্নিকান্ডের কারন ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে ২৯টি দোকান পুড়ে গেছে, তবে কোন হতাহতের ঘটনা নেই। 



আপনার মূল্যবান মতামত দিন: