odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th December 2025, ৭th December ২০২৫

লন্ডনে শুরু হলো ইলিয়াস কাঞ্চনের থেরাপি: ব্রেন টিউমার চিকিৎসা

odhikarpatra | প্রকাশিত: ৫ October ২০২৫ ০৮:০১

odhikarpatra
প্রকাশিত: ৫ October ২০২৫ ০৮:০১

ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে থেরাপি চিকিৎসা নিচ্ছেন

ঢাকা, ৫ অক্টোবর ২০২৫ —

বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক ও “নিরাপদ সড়ক চাই (নিসচা)” আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন লন্ডনে ব্রেন টিউমার চিকিৎসা শুরু করেছেন। তাঁর ছেলে মিরাজুল মইন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘ নয় মাস ধরেই অসুস্থ অবস্থায় ছিলেন, এবং ছয় মাস ধরে তিনি লন্ডনে রয়েছেন। বর্তমানে তিনি তার মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তাঁর জামাতা আরিফুল ইসলাম বলেন, “২৬ এপ্রিল থেকে বাবা এখানে আছেন। লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ভিনায়ার নেতৃত্বে চিকিৎসা চলছে। ৫ আগষ্ট উইলিংটন হাসপাতালে অ্যাপোস্ট্রফি ডিমিট্রিয়াস নির্দেশনায় মাথায় অস্ত্রোপচার করা হয়। টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে।”

তাঁরা বলেন, “শেষ অংশকে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। এটি একটি টার্গেট থেরাপি ও আগামী ছয় সপ্তাহ পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন থেরাপি চলবে। থেরাপির পর চার সপ্তাহ বিশ্রাম রাখা হবে।“ অতীতে ডাক্তাররা জানায়, যদি পুরো টিউমার অপসারণ করা যেত, তাহলে কথা বলা ও চলাফেরার ক্ষমতা হারানোর আশঙ্কা ছিল।

দীর্ঘদিন একঘেয়ে বিদেশজীবন তাঁকে মানসিক চাপেও ফেলে দিয়েছে। ভাষাগত অসুবিধা, ক্লান্তি ও থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া এসব মিলিয়ে তাঁর অবস্থা জটিল হয়ে উঠেছে। তবে জানা গেছে, তিনি Nischa-র কার্যক্রম ও সংবাদ সম্পর্কে সংবাদ মাধ্যমে খোঁজ রাখছেন।

চলমান চিকিৎসার প্রতি পরিবারের আস্থা দৃঢ়। সকল ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও চলচ্চিত্রজগৎ তাদের দোয়া ও সমর্থন কামনা করছে যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।



আপনার মূল্যবান মতামত দিন: