11/10/2025 ধামরাইয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত।
ধামরাইয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত।
Biplob
১৭ December ২০১৯ ০১:৫৯
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, ডিসপ্লে, শিশু কিশোর সমাবেশ ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় ঐতিহ্যবাহী ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও আলোচনা সভায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ ।
এসময় উপস্থিত ছিলেন , ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম রতন, ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, সহকারি কমিশনার (ভূমি) অন্তরা হালদার, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ফজলুল হক, থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আব্দুর রহমান খান প্রমুখ ।
উপদেষ্টা সম্পাদক মন্ডলীর সদস্য: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ মাহবুবুর রহমান যোগাযোগ: ২ বিবি এভিনিউ, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৬ষ্ঠ তলা (রুম নং ১০৯), পল্টন, ঢাকা ১০০০।১৫ মোবাইল: ০১৭১৫-৬০৭৫৫৫, ০১৭৪০-৫৯৯৯৮৮
ইমেইল: odhikarpatra@gmail.com, mmrpolash@gmail.com