11/10/2025 সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেলেন ৭ কর্মকর্তা
সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেলেন ৭ কর্মকর্তা
Mahbubur Rohman Polash
২৫ December ২০১৯ ১০:৪২
সাত সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্তরা হলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শাহিন আহমেদ চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন।
এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মণ্ডল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনকে সিনিয়র সচিব করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত এ সব কর্মকর্তাকে আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এর মাধ্যমে সরকারের বর্তমান সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। ২০১২ সালে সচিবদের এক ধাপ ওপরে সিনিয়র সচিব নামে নতুন এই পদটি সৃষ্টি করা হয়।
উপদেষ্টা সম্পাদক মন্ডলীর সদস্য: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ মাহবুবুর রহমান যোগাযোগ: ২ বিবি এভিনিউ, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৬ষ্ঠ তলা (রুম নং ১০৯), পল্টন, ঢাকা ১০০০।১৫ মোবাইল: ০১৭১৫-৬০৭৫৫৫, ০১৭৪০-৫৯৯৯৮৮
ইমেইল: odhikarpatra@gmail.com, mmrpolash@gmail.com