11/05/2025 আবৃত্তিশিল্পী কাজী আরিফ ‘ক্লিনিক্যালি ডেড’
Admin 1
২৯ April ২০১৭ ২২:০৯
প্রখ্যাত আবৃত্তিশিল্পী, মুক্তিযোদ্ধা ও স্থপতি কাজী আরিফকে (৬৫) ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন চিকিৎসকেরা। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
২৫ এপ্রিল মাউন্ট সিনাই সেন্ট লিওক্স নামের ওই হাসপাতালে কাজী আরিফের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। এরপর তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।
চিকিৎসকেরা শিল্পীর আত্মীয়স্বজন ও পরিবারকে জানিয়েছেন তিনি ‘ক্লিনিক্যালি ডেড’।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও জাতীয় বসন্ত উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাঞ্জার চৌধুরী এসব কথা জানান।
বাংলাদেশে আবৃত্তিচর্চা এবং আবৃত্তি শিল্পকে আধুনিক সংগঠিত রূপ দিতে কাজী আরিফ আশির দশকে অন্যতম ভূমিকা রেখেছিলেন। তাঁর উল্লেখযোগ্য আবৃত্তির ক্যাসেট ‘পত্রপুট’। আবৃত্তিশিল্পী প্রজ্ঞা লাবনীর সঙ্গে সেটি ছিল তাঁর দ্বৈত আবৃত্তি। কাজী আরিফ জাতীয় বসন্ত উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।