11/11/2025 সিরাজদিখানে ট্রাক চাপায় নারীর মৃত্যু
odhikar patra
৩০ April ২০২০ ০৬:৩১
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে গতকাল ২৯ এপ্রিল বুধবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ট্রাক চাপায় সামিনা বেগম (৫৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
ওই নারী ইজি বাইকের যাত্রী ছিল। ইট বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এ সময় আরো ২ জন আহত হয়েছেন বলে জানা যায়। চালক পালিয়ে গেলেও ট্রাকটি সিরাজদিখান থানায় নিয়ে আসা হয়েছে।
সামিনা বেগম উপজেলার খাসনগর এলাকায় বাসা ভাড়ায় থেকে দিন মজুরের কাজ করতো। সে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারির স্থায়ী বাসিন্দা। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।