11/11/2025 সিরাজদিখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ঈদ উদযাপন।
ahsanul islam
২৭ May ২০২০ ০৫:৪৯

আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ পৃথিবীজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক।আতঙ্কিত বাংলাদেশেও। সময়ের সাথে পাল্লা দিয়ে দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে।দেশজুড়ে এক অভিন্ন বাস্তবতায় অনেকটা নিরবেই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হলেও সিরাজদিখানে ঈদ উৎসবের কোনো কমতি ছিল না। ঈদের দিন সকালে মানুষ ঘরে থাকলেও বিকেলের দিকে লোকজনকে বাইরে ঘুরাফেরা করতে দেখা গেছে।
মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই ঈদের বেড়ানো শুরু হয়েছে। এ উপজেলায় আঞ্চলিক নিয়মানুয়ায়ী ঈদের পরদিন লোকজন একে অপরের আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়াতে যান। আত্মীয় স্বজন, বন্ধু, বান্ধব, শুভানধ্যায়ীসহ কাছের দুরের পরিচিত লোকজন ঈদের বেড়ানোতে ব্যস্ত। তবে স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলছে ঘোরাঘুরি। সামাজিক যোগাযোগ ও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই।
মুন্সীগঞ্জ জেলার ৬ উপজেলার মধ্যে করোনা আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থান সিরাজদিখান উপজেলার,অবাধে ঘোরাঘুরির কারনে সংক্রামণ বেড়ে যেতে পারে বলে ধারণা করছেন অনেকেই।