11/11/2025 সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে মাহেদ্র চালক নিহত।
ahsanul islam
১০ September ২০২০ ২৩:২৬
সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে মাহেদ্র চালক নিহত।

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে মাহেদ্র খাদে পরে পানিতে ডুবে চালক নিহত।
এ সময় গাড়ির নিচে চাপা পরে চালক নিহত হয়।১০ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের হীরণর খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালক রানাবুল ইসলাম (২৪) ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কইল থানার কামালপুর গ্রামের রবি ইসলামের ছেলে।সে পরিবারসহ সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকষ্ণদি গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতো। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে।
পরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরিবারর পক্ষে থেকে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে দেওয়া হয়েছে।