11/11/2025 সিরাজদিখানে বিয়ার ও বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সিরাজদিখানে বিয়ার ও বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ahsanul islam
২০ September ২০২০ ০৬:০৬
সিরাজদিখানে বিয়ার ও বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ আহসানুল ইসলাম আমিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কাঠালতলী গ্রাম থেকে ১৭ ক্যান বিয়ার ও ২ বোতল বিদেশী মদ সহ মাদক ১ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার ১৯ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সিরাজদিখনের কাঠালতলী গ্রামের (বটতলা তেমাথা)জৈনক ফজলুল করিম এর টি-স্টলের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
র্যাব-১১, সিপিসি-১,মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উলেখিত ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইছাপুরার আওলাদ শেখের ছেলে মো: নয়ন শেখ (২১)। বর্ণিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের সিরাজদিখান সহ আশেপাশের বিভিন্ন এলাকায় অভিনব কৌশলে মাদকদ্রব্যের (বিয়ার ও বিদেশী মদ) ব্যবসা চালিয়ে আসছে এবং ধরণা করা হচ্ছে এর পেছনে একটি বড় মাদক সিন্ডিকেটের সম্পৃক্ততা রয়েছে।
সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
সিরাজদিখান থানায় থেকে প্রাপ্ত তথ্য সুত্র গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: নয়ন শেখ (২১)এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উপদেষ্টা সম্পাদক মন্ডলীর সদস্য: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ মাহবুবুর রহমান যোগাযোগ: ২ বিবি এভিনিউ, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৬ষ্ঠ তলা (রুম নং ১০৯), পল্টন, ঢাকা ১০০০।১৫ মোবাইল: ০১৭১৫-৬০৭৫৫৫, ০১৭৪০-৫৯৯৯৮৮
ইমেইল: odhikarpatra@gmail.com, mmrpolash@gmail.com