11/11/2025 মুন্সীগঞ্জে ভিডিও কনফারেন্সে সিজেএম ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।
ahsanul islam
২৮ September ২০২০ ০৬:০১

মুন্সিগঞ্জের নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক ভিডিও কনফারেন্সে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি শুভ উদ্বোধন করেন।
এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ মুন্সিগঞ্জ হোসনে আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি মৃনাল কান্তি দাস, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সচিব মোঃ গোলাম সারওয়ার, আইন ও বিচার বিভাগ ও প্রধান সমন্বয়ক যুগ্নসচিব বিকাশ কুমার সাহা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ঢাকা গণপূর্ত জোন মোসলেহ উদ্দিন আহাম্মদ, জেলা প্রশাসক মুন্সিগঞ্জ মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মুন্সিগঞ্জ আব্দুল মোমেন পিপিএম প্রমুখ।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি ২০১২ সাল থেকে নির্মাণ শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান এইচ অ্যান্ড এসএল পায়েল নির্মাণ কাজটি সম্পন্ন করেছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ৪৫ কোটি ৪ লাখ টাকা। ব্যয় হয়েছে ৩৭ কোটি ৯৭ লাখ টাকা।
ভবনটির ৩, ৪ ও ৫ তলায় একটি করে এজলাস ও ৬, ৭ ও ৮ তলায় ২টি করে ভবনটিতে মোট এজলাস থাকছে ৯টি। চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেটের এজলাস থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়া সব বিচারকের খাস কামরা এবং সভা কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত। ভবনটিতে থাকছে লিগ্যাল এইড অফিস, লাইব্রেরি ও আইটি বিভাগ। রেকর্ড রুম ও মালখানাও থাকছে আধুনিক মানের। ভবনটিতে রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা। ভবনটির বৈদ্যুতিক ভাল সুবিধা ও নিরাপত্তায় বৈদ্যুতিক সাব স্টেশনও বসানো হয়েছে। থাকছে হাজত খানাও। ভবনটিতে স্থাপন করা হয়েছে পর্যাপ্ত লিফট। পানি ও বিদ্যুৎ সংযোগ সব মিলিয়ে পরিপূর্ণ এক বিচারিক ভবন এটি।