11/11/2025 ঢাকা-মাওয়া মহা সড়কে দুই বাসের মুখমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
ঢাকা-মাওয়া মহা সড়কে দুই বাসের মুখমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
ahsanul islam
১৩ October ২০২০ ০৩:০৩
মোঃ আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ঢাকা-মাওয়া মহা সড়কের মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার চন্দ্রের বাড়ি বাজার এলাকায় বসুমতি ও প্রচেষ্টা নামের দুই বাসের মুখমুখি সংঘর্ষে ২জন নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকাল ৪ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই হেনা বেগম (৬০) নারী যাত্রী ও হাসপাতালে নেওয়ার পথে বাস চালক বাদশা (৪৮) নিহত হয়। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত যাত্রী হেনা বেগম লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার দলিলউদ্দিনের স্ত্রী,বাস চালক বাদশার বাড়ি ঢাকার কেরাণীগঞ্জ এলাকার চুনকুটিয়া এলাকায়। মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হিলাল উদ্দিন জানান,বিকালে শিমুলিয়াঘাট থেকে বসুমতি বাসটি ঢাকার অভিমুখে যাচ্ছিলো।
পথে বাসটি চন্দের বাড়ি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা শিমুলিয়া ঘাটগামী প্রচেষ্টা বাসের সাথে মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেনা নামের নারী যাত্রী মারা যায়।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে হয়।
হাসপাতালে নেওয়ার পথে বাসচালক বাদশা মারা যায়। এদিকে দূর্ঘটনার পর মহাসড়কে আঁধাঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো।
উপদেষ্টা সম্পাদক মন্ডলীর সদস্য: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ মাহবুবুর রহমান যোগাযোগ: ২ বিবি এভিনিউ, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৬ষ্ঠ তলা (রুম নং ১০৯), পল্টন, ঢাকা ১০০০।১৫ মোবাইল: ০১৭১৫-৬০৭৫৫৫, ০১৭৪০-৫৯৯৯৮৮
ইমেইল: odhikarpatra@gmail.com, mmrpolash@gmail.com