11/11/2025 সিরাজদিখানে দুর্গা পুজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরন।
ahsanul islam
১৬ October ২০২০ ২২:৪৯

মুন্সীগঞ্জ সিরাজদিখানে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৬ অক্টোবর সকাল ১০ ঘটিকায় উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার শ্রী শ্রী লক্ষীকালি মন্দিরে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বী ২ শতাধিক নারী পুরুষের মাঝে শারদীয় দুর্গা পুজার উপহার সরূপ শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর সভাপতি আসরাফুজ্জামান সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব সামসুল হক,জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি এ্যাডঃ বাবু অজয় চক্রবর্তী, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিসুল রহমান মৃধা,সাধারণ সম্পাদক মাসুদ খান,জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, মুন্সীগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন যুগ্ম-সম্পাদক কে এন ইসলাম বাবুল, সিরাজদিখান প্রেস ক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল প্রমুখ।