11/12/2025 বেনাপোলে ২৩৪ পিছ ইয়াবাসহ আটক -২
amaderodhikarpatra@gmail.com
১৫ February ২০২১ ২৩:১৩
বেনোপোল প্রতনিধি:-2021-02-15-17-12-39.jpeg)
যশোরের বেনাপোল পোর্ট কাগজপুকুর ২৩৪ পিছ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আটকৃতরা হল-নাজমুল ইসলাম (২৯), মো: সবুজ হোসেন(২৭)।
রবিবার (১৪ ফেব্রয়ারি ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সোমেন দাস ।
সোমেন দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২শ ৩৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের নামে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রাসেল/ শহীদুল