11/12/2025 নোয়াখালীতে শোকসভা আয়োজনের ব্যর্থ চেষ্টা কাদের মির্জার
নিজস্ব প্রতিবেদক
২৩ February ২০২১ ০২:৫৯
নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর বসুর হাটে সাংবাদিক বোরহান উদ্দীন মোজাক্কির হত্যার বিচারের দাবিতে পৌর মেয়র আবদুল কাদের মির্জার ডাকা শোকসভা ও মানববন্ধন ১৪৪ ধারার কারণে পন্ড হয়ে গেছে।
সোমবার (২২ ফেবুয়ারি) দুপুর আড়াইটায় বসুর হাট রুপালী চত্বরে শোকসভার ডাকা দেন বসুর হাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা।
একই স্থানে কাদের মির্জার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে বিকেল ৩ টায় সভা ডাকেন বসুরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।
পরে পৌর এলাকায় পুলিশ ১৪৪ ধারা জারি করলে সকাল থেকে কয়েকবার পৌর মেয়র কাদের মির্জার অনুসারীরা রুপালী চত্বরে শোক সভার ব্যানারে রুপালী চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করে। এসময় আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় ।
এসময় সড়কে গাছ ও বৈদুৎতিক খুটি ফেলে পৌরসভার প্রবেশ পথ বন্ধ করে দেয় কাদের মির্জার অনুসারীরা ।
এর আগে একই সময় আওয়ামী লীগের বিবাদোমান পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে সকাল ৬ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত ৪৪ ধারা ঘোষণা করে প্রশাসন।
এ বিষয় পুলিশ সুপার জানান, “কাউকে ১৪৪ ধারা ভঙ্গ করতে দেয়া হবেনা, ১৪৪ ধারার নিতিমাল অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যাবস্থা নিবে। যদি কেউ আইন ভঙ্গ করার চেষ্টা কনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে,,।