11/12/2025 রানা প্লাজার আট বছর উপলক্ষে অস্থায়ী শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জলন
Biplob
২৪ April ২০২১ ০১:৪৭
বিপ্লব,সাভারঃ সাভারে বহুল আলোচিত ধসে পড়া রানা প্লাজার আট বছর উপলক্ষে অস্থায়ী শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জলন কর্মসুচী পালন করেছে নিহত আহত শ্রমিকদের পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রমিক সংগঠন।
শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর সাভার বাজার বাসষ্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে এ মোমবাতি প্রজ্জলন কর্মসুচী পালন করেন তারা।
মোমবাতি প্রজ্জলন কর্মসুচীতে এসময় রানা প্লাজার আহত ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অবিলম্বে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন সরকারের কাছে।
এদিকে রানা প্লাজার আট বছর উপলক্ষে আগামীকাল ধসে পড়া রানা প্লাজার সামনে নানা কর্মসুচী পালন করার কর্মসুচী হাতে নিয়েছে শ্রমিকরা।