11/12/2025 সাভারের রানা প্লাজার ট্রাজেডির আট বছর পূর্তি হলো আজ
Biplob
২৫ April ২০২১ ০৩:৪০
বিপ্লব,সাভারঃ সাভারের আরিচা মহাসড়কের পাশে রানা প্লাজা ধসের আট বছর পূর্তি উপলক্ষে নিহত শ্রমিকদের স্মরণে করোনা সংক্রমণ রোধের কারণে স্বাস্থ্যবিধির মেনে এবার সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে নিহত শ্রমিকের পরিবার, আহত শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলো ।
শনিবার (২৪ এপ্রিল) সকালে রানা প্লাজার সামনে অবস্থিত বেদিতে নিহত শ্রমিকের পরিবার ও আহত শ্রমিক, শ্রমিক সংগঠন সহ বিভিন্ন পেশাজীবি মানুষেরা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানিয়ে নিহতদের স্মরণের কর্মসূচি শুরু করেন।
এ বছর আবারো করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রানা প্লাজা ট্র্যাজেডি দিবসে কোনো কর্মসূচি নেই বলে জানিয়েছে শ্রমিক সংগঠন গুলো। তবে সীমিত ভাবেই স্বাস্থ্যবিধি মেনে কেবল শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে।তারা রানার ফাঁসির দাবি জানিয়ে সব শ্রমিকের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানান।
এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও আহত শ্রমিকেরা বলেন, রানা প্লাজার অনেক আহত শ্রমিক চিকিৎসার অভাবে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছে এবং অনেকেই টাকার অভাবে অনাহারে-অর্ধাহারে দিনযাপন করছেন। তাই সরকারিভাবে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পূর্ণবাসন করার দাবি জানান।
এছাড়াও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়িদ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।