11/06/2025 সাভারে বিষাক্ত কেমিক্যাল, রং ব্যবহার করে লাচ্চা সেমাই তৈরি করার অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।
সাভারে বিষাক্ত কেমিক্যাল, রং ব্যবহার করে লাচ্চা সেমাই তৈরি করার অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।
Biplob
২৭ April ২০২১ ০১:৫৫
বিপ্লব,সাভারঃ কেমিক্যালে বিষাক্ত রং ব্যবহার করে লাচ্চা সেমাই তৈরি করার অভিযোগে সাভারে একটি সেমাই তৈরি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে সাভারে বলিয়াপুর এলাকায় মধুমতি মডেল টাউনে নাছির ফুড প্রোডাক্ট এন্ড বেকারী নামে প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপড়ের ব্যবহৃত বিষাক্ত রং মিশিয়ে সেমাই তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি ৩ হাজার কেজি সেমাই জব্দ করা হয়।
অভিযানে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম ও বিএসটিআইয়ের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক মন্ডলীর সদস্য: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ মাহবুবুর রহমান যোগাযোগ: ২ বিবি এভিনিউ, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৬ষ্ঠ তলা (রুম নং ১০৯), পল্টন, ঢাকা ১০০০।১৫ মোবাইল: ০১৭১৫-৬০৭৫৫৫, ০১৭৪০-৫৯৯৯৮৮
ইমেইল: odhikarpatra@gmail.com, mmrpolash@gmail.com