11/06/2025 সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুত্বপূর্ণ ৪ টি বিভাগে ডাক্তার শূন্য
সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুত্বপূর্ণ ৪ টি বিভাগে ডাক্তার শূন্য
Biplob
১২ May ২০২১ ০৫:৩০
এফ এম ফজলু সিংগাইর (মানিকগঞ্জ): সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই একমাত্র উন্নত সেবার প্রতিষ্ঠান। বাড়ছে মানুষ বাড়ছে রোগবালাই।
রাস্তাঘাট উন্নতি হওয়ায় যানবাহনের পরিমাণ অকল্পনীয়ভাবে বহু যানবাহনের ড্রাইভার যাত্রী প্রতি নিয়তই সড়ক দূর্ঘটনায় হাসপাতালে ভীড় জমাতে দেখা যায় কিন্তু সেখানে চিকিৎসা সেবা কতটুকু পাচ্ছে সেটা দেখার বিষয়।
সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে গত পরশু প্রতিবেদন তৈরি করার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা কবীর ও ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রাজিবকে পাওয়া যায়নি।
প্রতিবেদনকালে স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত অনেকে ও ভুক্তভোগীরা জানায় গুরুত্বপূর্ণ ৪ টি বিভাগ অর্থোপেডিক্স, বক্ষোব্যাধী, চক্ষু ও শিশু বিভাগের কোন ডাক্তার মাসেক ৬ হয় বদলি হওয়েছে এখনও কেউ যোগদান করেনি।
এই শূন্যতায় ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে। অর্থোপেডিক্স ডাঃ সাহিদুর রহমান খান বদলি হয়ে যাওয়ায় বেশী অভাব সৃষ্টি হয়েছে।
প্রতিবেদনের সময় হাত ভাঙ্গা মেয়ের ডিজিটাল এক্সরে নিয়ে রিপোর্টটা দেখানোর জন্য এড. সোলাইমানকে ঘুরতে দেখা যায়।
এক সময় হেমায়েতপুর সাভার ও ঢাকার উন্নত সেবার জন্য সরকারী বেসরকারী মেডিকেলে সিংগাইরবাসীর যেতে হতো এখন আবারও সেই পথেই যেতে হচ্ছে।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।
উপদেষ্টা সম্পাদক মন্ডলীর সদস্য: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ মাহবুবুর রহমান যোগাযোগ: ২ বিবি এভিনিউ, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৬ষ্ঠ তলা (রুম নং ১০৯), পল্টন, ঢাকা ১০০০।১৫ মোবাইল: ০১৭১৫-৬০৭৫৫৫, ০১৭৪০-৫৯৯৯৮৮
ইমেইল: odhikarpatra@gmail.com, mmrpolash@gmail.com